সংবাদসংস্থা মুম্বই:

কোন ছবির রিমেক ‘সিকান্দর’? 

 চলতি মাসেই মুক্তি পাবে সলমন খানের ‘সিকান্দর’। ইতিমধ্যেই এই ছবি নিয়ে আগ্রহের পারদ চড়ছে জনতামহলে। তবে বিগত কয়েকদিন ধরেই নেটপাড়ায় জল্পনা চলছে সলমনের এই ছবি নাকি দক্ষিণী অভিনেতা বিজয়ের ছবি 'সরকার'-এর রিমেক। কারও কারও দাবি, রিমেক নয় বরং প্রবাসের 'সালার' ছবির অনুপ্রেরণা। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ 'সিকান্দর'-এর পরিচালক এ আর মুরুগাদোস। তাঁর স্পষ্ট ভাষায় দাবি, " সিকান্দর কোনও রিমেক ছবি নয়। ছবির গল্প যেমন টাটকা তেমন এর প্রতিটি ফ্রেমও মৌলিক। কোনও ছবির কোনও অংশ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়নি এই ছবির ক্ষেত্রে।"

 

৫০০ কোটির ক্লাবে ’ছাবা’! 

‘ছাবা’র অশ্বমেধের ঘোড়াকে এখনও থামানো যায়নি। দুরন্ত গতিতে ৫০০ কোটির ক্লাবে  ঢুকে পড়েছে ভিকি কৌশল অভিনীত এই ছবি। গত ১৪ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ছাবা। মুক্তি পাওয়ার মাত্র ২৩ দিনের মাথায় বিশ্বব্যাপী ৫০২.৭ কোটি টাকা যায় করে নিয়েছে লক্ষ্মণ উটেকরের এই ছবি। গত শনিবার রাত্রে সমাজমাধ্যমে 'ছাবা'র এই নয়া মাইলফলকের কথা নিজেই ঘোষণা করেছেন ভিকি। ছত্রপতি শম্ভাজি মহারাজের চরিত্রে তাক লাগিয়েছেন তিনি রীতিমত, মত অধিকাংশ দর্শকের। 

 

শুটিংয়ের পাট চুকল কঙ্গনার 

গত জানুয়ারিতেই মাধবনের সঙ্গে জুটি বেঁধে নতুন ছবির শুটিং শুরু করেছিলেন কঙ্গনা রানাউত। ‘তনু ওয়েডস মনু রিটার্ন-এর প্রায় ১০ বছর পর ফের একবার এই জুটির রসায়ন পর্দায় দেখতে পাবেন দর্শক। এই ছবির শুটিং শুরু ঘোষণা নিজেই সমাজমাধ্যমে সেরেছিলেন কঙ্গনা। তবে একটু অন্যভাবে। চেন্নাইয়ে শুটিংয়ের সেট থেকে একটি ক্ল্যাপস্টিকের ছবি পোস্ট করে কঙ্গনা ক্যাপশনে লিখেছিলেন, “ফিল্ম সেটে থাকার মতো আনন্দ আর কোথাও নেই।” ক্ল্যাপ্সটিক থেকেই জানা গেল ছবির পরিচালক বিজয় এবং প্রযোজক আর রবীন্দ্রন। তবে এই সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবির নাম এখনও যে চূড়ান্ত হয়নি তাও স্পষ্ট। আপাতত এই ছবির নাম রাখা হয়েছে, ‘প্রোডাকশন নম্বর: ১৮’।  সদ্য সে ছবির শুটিং শেষ করেছেন এই অভিনেত্রী। সেকথাও তিনি নিজেই ফলাও করে সমাজমাধ্যমে ঘোষণা করলেন। সঙ্গে জুড়লেন নিজের শুটিং ইউনিটের সঙ্গে তোলা একটি ছবি। কঙ্গনার সেই পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন আর মাধবন-ও। এই ছবির চিত্রনাট্য যে ‘বেশ অন্যরকম’ সেকথাও জানিয়েছেন ‘এমার্জেন্সি’ছবিখ্যাত কঙ্গনা।